সারা দেশে গত ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত গত পাঁচ দিনে ১৪৮ মামলায় বিএনপির ৬৫০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এসব মামলায় পাঁচ হাজারের অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় আহত হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মী।
আজ বুধবার (২৪ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, গতকাল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রায় পুলিশ অতর্কিত হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, ধানমন্ডি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সৈকত, ধানমন্ডি থানা বিএনপির সাবেক সদস্য রাইসুল ইসলাম চন্দন, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শাওন, ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা মালেক, নিউমার্কেট থানা বিএনপি নেতা আব্দুল মালেক, শাহবাগ থানাধীন ২১ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. সবুজ, হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রাব্বি, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রুবেল হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম, মুগদা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল নেতা মো. আক্তার হোসেনসহ ৩০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
তিনি বলেন, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে আহত হয়েছে-মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দল নেতা মো. নজরুল ইসলাম, খিলগাঁও থানাধীন ১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান পাটোয়ারী, ৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম, ১ নং ওয়ার্ড বিএনপির সদস্য-আব্দুল সালাম, রাহুল ইসলাম, রমনা থানা স্বেচ্ছাসেবক দল নেতা শামিম আহম্মেদ, চকবাজার থানাধীন ৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মাহবুবুর রহমান, ধানমন্ডি থানার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম টিটু, ধানমন্ডি থানাধীন ১৫ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির সিকদার, সদস্য লিটন মোল্লা, মুগদা থানা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবর মোল্লা, ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার জিয়াউর রহমান জিয়া, নিউমার্কেট থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আউয়াল আহমেদ অদিল ও ছাত্রদল নেতা আবুল বাশার, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এ্যাড. মো. রবিউল হোসেন রবি, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শামসুজ্জোহা শামসু মাস্টার, যুগ্ম আহ্বায়ক রবিউল আলম রবি তালুকদার ও মতিঝিল থানা কৃষকদলের সদস্য মো. আনোয়ারসহ শতশত নেতাকর্মী।
যুব দলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু গত ৭ মাস কারাভোগের পর মাত্র ১০ দিন আগে জামিনে মুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় কোর্টে হাজিরা দিতে গেলে তার জামিন না মঞ্জুর করে বুধবার (২৪ মে) ফের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলমকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজনকে গ্রেফতার করা হয়েছে। প্রস্তুতি সভা থেকে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামাল, খবিরুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য আ.ক.ম মোস্তাকিম পান্না, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া জামালপুর জেলার দ্রুত বিচার আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও গতকাল কদমতলী থানায় বিএনপির ৫৩জন নেতাকর্মীকে এজাহারভুক্ত আসামি এবং ১৩০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলেন জানান রুহুল কবির রিজভী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh