অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই জেরেমি ব্রুর সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টায় গুলশানস্থ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। 

বিএনপির দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে দলের অনড় অবস্থান ব্যক্ত করা হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গুলশান ক্লাবে অস্ট্রেলিয়া হাইকমিশনারের আহ্বানে চা-চক্র অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন- জার্মানির ডেপুটি রাষ্ট্রদূত, সুইডেন দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর, কানাডা দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর, নেদারল্যান্ড দূতাবাসের ফাস্ট সেক্রেটারি, ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা। এছাড়াও জাপান ও আমেরিকা দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। বিএনপি নেতারাও একাধিকবার যুক্তরাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //