রেজা কিবরিয়াপন্থি গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির বৈঠক

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ ১ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণঅধিকার পরিষদের একাংশের (রেজা কিবরিয়াপন্থিদের) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

সোমবার (১০ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ১২ জুলাই যুগপৎ আন্দোলনের একদফা ঘোষণা ও কর্মসূচি নিয়ে গণঅধিকার পরিষদ ও বিএনপি একমত। দলমত নির্বিশেষে সকল মানুষকে আমরা একদফা দাবিতে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে সরকার পতনই আমাদের একমাত্র লক্ষ্য।

গণঅধিকার পরিষদের একাংশের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হাসান বলেন, ‌আমরা চলমান আন্দোলন নিয়ে একমত। আগামী ১২ জুলাইয়ের একদফা কর্মসূচিতে যাচ্ছি আমরা। গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়ার নেতৃত্বে আমরা মাঠে থাকব।

বৈঠকে অংশ নেওয় গণঅধিকার পরিষদের নেতা কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ, আরিফুর রহমান তুহিন, সহকারী আহ্বায়ক জে আবেদীন প্রমুখ। 

বিএনপির পক্ষে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //