পল্টন এলাকায় ইন্টারনেটের গতি কমার অভিযোগ বিএনপির

বিএনপির সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। কিন্তু ইন্টারনেটের গতি কম থাকায় সমস্যায় পড়ছেন অনেকে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, সমাবেশের জনস্রোত প্রচারে বাধা দেওয়ার জন্য সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছে।

আজ বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। অনেক নেতাকর্মী গতকাল রাতেই এসেছেন বলে জানা গেছে।

এদিকে একই দিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করবে দলটি। উভয় দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে জুড়ে দিয়েছে ২৩ শর্ত।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //