একই দিনে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের দুই কণ্ঠযোদ্ধার মৃত্যু

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান এবং বুলবুল মহলানবিশ মারা গেছেন।

আজ শুক্রবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে গুলশানের বাসায় মৃত্যবরণ করেন কণ্ঠযোদ্ধা বুলবুল মহলানবিশ। আর সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক আশফাকুর রহমান খান।

গত কয়েকবছর ধরে স্নায়ুরোগ, পারকিন্সনসহ নানা ধরনের রোগে ভুগছিলেন গুণী শিল্পী বুলবুল মহলানবিশ। ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের প্রথম গান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ সহ স্বাধীন বাংলা বেতারের বহু কালজয়ী গানের শিল্পী তিনি। সেইসঙ্গে স্বাধীন বাংলা বেতারের শ্রুতি নাটক জল্লাদের দরবারেও তিনি নিয়মিত কণ্ঠ দিতেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক আশফাকুর রহমান খানও দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন। স্বাধীনতার পর তার হাত ধরেই বাংলাদেশ বেতার গড়ে ওঠে। বঙ্গবন্ধু হত্যার বিচারের অন্যতম সাক্ষী ছিলেন তিনি।

রাজধানীর ফার্মগেট এলাকার বায়তুশ শরফ মসজিদে বাদ জুম্মা প্রয়াতের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের ষোলশহরে নিয়ে যাওয়া হবে। বুলবুল মহলানবিশের শেষকৃত্যের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //