আমেরিকা তোমরা থামো, বাংলাদেশে হস্তক্ষেপ করো না: মেনন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তারা সীমা লঙ্ঘন করছে বলে উল্লেখ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, হুঁশিয়ার করে বলতে চাই, আমেরিকা, তোমরা থামো। বাংলাদেশে হস্তক্ষেপ কোরো না। নির্বাচন তোমাদের দেশেও হয়েছে, তোমাদের নির্বাচন সামলাও। আমাদের নির্বাচন আমরা সামলাবো। 

বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে মেনন বলেন, তারা জনগণের ওপর নির্ভর করে নয়, বরং জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। সেখানে তারা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর। 

সমাবেশে সভাপতিত্ব করেন ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। তাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

তিনি বলেন, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, অসাংবিধানিক কোনো পন্থার এই দেশে স্থান নেই। আগামী নির্বাচনে নৌকার জয় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, শেখ হাসিনা কেবল দেশের জনগণের দ্বারা সমর্থিত নয়, বিদেশি শক্তি কর্তৃকও সমর্থিত। শুধু মার্কিন সাম্রাজ্যবাদ একা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে না, আরও অনেক শক্তি আছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, বাংলাদেশ তার সংবিধান অনুযায়ী চলবে। সংবিধানের ধারাবাহিকতায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন  জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //