তারেক-জোবাইদাকে দেশে ফেরানোর চেষ্টা করছে সরকার: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ‘তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।’ 

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।   

তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেয়নি বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই রায়ের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সরকার এটা করতে চাইলে আরও আগেই করতে পারতো। তাহলে তো ১৪ বছর সময় লাগতো না। এই মামলা বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা।’

তিনি বলেন, ‘তারেক রহমানের কোনো বক্তব্য টিভিতে বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার জন্য আগে থেকেই হাইকোর্টের একটি রায় ছিল। এরপরও ভুল করে অনেকে প্রচার করতো। সেজন্য হাইকোর্ট আবারও একটি রায় দিয়ে তা মনে করিয়ে দিয়েছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুরের সমাবেশে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে মানুষ চায়, সেটাও গতকালকের সমাবেশ থেকেই মানুষের উৎসাহে প্রমাণিত হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //