খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির উদ্বেগ

হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। গতকাল সোমবার (১৪ আগস্ট) রাতে জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান।

ফখরুল জানান, সভায় বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার রোগ মুক্তির জন্য আগামী বুধবার (১৬ আগস্ট) সারাদেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় পুলিশি নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় কারাগারে পাঠানো ঢাকা দক্ষিণ বিএনপির ৫৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস মোল্লার মৃত্যুতে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করার জন্য সিনিয়র আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশ করবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্ব চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //