আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশিদের দিকে তাকিয়ে আছে বিএনপি। তারা মনে করছে, বিদেশিরা এসে তাদের ক্ষমতায় বসাবে। কখন নিষেধাজ্ঞা, ভিসানীতি দেবে সে আশায়। তাকাতে তাকাতে চোখের পাওয়ার কমে গেছে। এখন আর কিছু দেখতে পায় না।
আজ শনিবার (১৯ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, তারা বলে আওয়ামী লীগকে নাকি ভারত ক্ষমতায় বসাবে। আমরা বলতে চাই ভারত নয়, আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে দেশের জনগণ। মানুষের জীবন ডেঙ্গুতে নিরাপদ নয়, আর বিএনপির হাতে দেশের গণতন্ত্র, নিরাপত্তা নিরাপদ নয়। ডেঙ্গুর মতো ভয়ংকর বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।
ডেঙ্গুবিরোধী কর্মসূচিকে দেশব্যাপী জোরদার করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না উল্লেখ করে তিনি বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের এগিয়ে আসতে হবে। বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে হবে। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh