এইচ.এস.সি. পরীক্ষা, জনদুর্ভোগ বিবেচনা ও সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আজ শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩১ আগস্টের ছাত্রসমাবেশের তারিখ পরিবর্তন করে ১ সেপ্টেম্বর করার কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির চিরতম শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, চলমান এইচ.এস.সি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে এবং সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখে অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh