তারেকের বক্তব্য সরানোর নির্দেশ নিয়ে যা বললো বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এপ্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, তারেক রহমানকে ভয় পায় সরকার, দূরে থেকেও তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন সেজন্য ভয় পায়। এজন্য এমন নির্দেশনা।

আজ সোমবার (২৮ আগস্ট) রাজধানীর প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আব্দুল মঈন খান বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে আজ কোনো গণতন্ত্র নেই, দেশে বিদেশে তা প্রতিষ্ঠিত। সরকার ধাপ্পা দিয়ে দেশ পরিচালনা করতে যাওয়ায় গুজব ছড়াচ্ছে।

প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকসের সদস্যপদ পাওয়া নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকার বড়াই করে দক্ষিণ আফ্রিকা গেলেও ব্রিকস এর সদস্য হতে পারেনি। বন্ধু রাষ্ট্র বললেও পার্শ্ববর্তী দেশ ভেটো দিয়েছে। দুর্নীতি লুটপাট করে বিদেশে টাকা পাচার করায় ব্রিকসের সদস্য পদ পায়নি বাংলাদেশ। বাংলাদেশকে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক মহল।

সরকারকে বিদায় করতে এক দফা দাবি বাস্তবায়ন জরুরি। বিএনপি লগি-বৈঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, আগামীতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নৈতিকভাবে পদত্যাগ করতে বাধ্য করবো বলেও উল্লেখ করেন।

জোর করে কারো কণ্ঠরোধ করা যায় না। যে নির্দেশ দেক কর্পুরের মতো উড়ে যাবে। বিএনপির আন্দোলনের মাধ্যমে সকল চেষ্টা ভেস্তে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল মঈন খান।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //