বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি করা হয়েছে ইয়াসিন ফেরদৌস মুরাদকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মো. আইয়ুব খানকে। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গতকাল সোমবার (২৮ আগস্ট) সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ সদস্যের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাড. মোকাররম হোসেন সাজ্জাদ।
যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০১৮ সালের ৩০ এপ্রিল। পাঁচ বছর পর নতুন কমিটি পেল যুবদলের এই জেলা সংগঠনটি।
ঢাকা জেলা যুবদলের নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh