জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। এই সরকারের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনো ভোলেনি মানুষ। এমন বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মুজিবুল হক চুন্নুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী জাপার ওপর আস্থা রাখতে চায় এবং জাপাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দলকে শক্তিশালী করতে নেতকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে চুন্নু বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না। এরশাদের রাজনৈতিক উত্তরসূরি হচ্ছেন তার ভাই গোলাম মোহাম্মদ কাদের। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh