রাজনীতিতে নতুন জোটের আত্মপ্রকাশ

‘লিবারেল ইসলামিক জোট’ নামে রাজনীতিতে নতুন জোট আত্মপ্রকাশ করেছে। জোটের সঙ্গীরা হলেন- শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নেতৃত্বাধীন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), মিছবাহুর রহমান চৌধুরীর ইসলামী ঐক্যজোট, শাহ সূফি সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরীর আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, মো. মাহবুবুর রহমান জয় চৌধুরীর বাংলাদেশ জনদল (বিজেডি), মো. হাসরত খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) ও ফারাহনাজ হক চৌধুরীর কৃষক শ্রমিক পার্টি।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।

জোটের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএসপির চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। বাকি চার দলের প্রধানরা কোচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কোচেয়ারম্যানের পাশাপাশি জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ফারাহনাজ হক চৌধুরী।

লিখিত বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, ‘লিবারেল ইসলামিক জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে বিদেশি হস্তক্ষেপ রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে। আমাদের সমস্যা আমরাই সমাধান করব। বিদেশি শক্তির সেখানে নাক গলানোর কিছু নেই।

তিনি বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের পর যে পরাজিত শক্তি ও সরকারের ভেতরের বিশ্বাসঘাতকরা জাতির পিতাকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল, এই ঘাতকদের উত্তরসূরিরা আবার একজোট হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //