শনিবার আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘোষণা

বিএনপির কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টা পর পাল্টা কর্মসূচি ঘোষণা করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আগামী ৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও উন্নয়নের সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। 

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করবেন মো. হুমায়ূন কবির।

এই সভা বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি কি না জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ জানান, আমরা কখনোই কারো গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধা দেইনি। তবে কর্মসূচির নামে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আমাদের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। আমরা নিয়মিতই শান্তি ও উন্নয়নের সমাবেশ করছি। এখানে রাজনৈতিক কোনো পাল্টা কর্মসূচি আমরা দেইনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //