নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ পিএম
যুক্তরাষ্ট্র ও ভারতসহ বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে গেছেন। এই উপমহাদেশ থেকে আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি; শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। ১০ সেপ্টেম্বর আসবেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমুখী সহযোগিতা ও বহুমাত্রিক সম্পর্কের প্রমাণ হচ্ছে, তাদের সঙ্গে আমাদের নিরাপত্তা সংলাপ।
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ইসমাইল খান, ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন ও অধ্যক্ষ অসীম বড়ুয়া।
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নিয়েছে সরকার জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গত ১৫ বছরে সরকারি-বেসরকারি বহু মেডিক্যাল কলেজ স্থাপন করেছে সরকার। দেশে প্রায় ১২ হাজার কমিউনিটি ক্লিনিক চালু আছে। প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক। এসব ক্লিনিকে ৩০ প্রকারের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করা হচ্ছে। এটি আশপাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ কোথাও নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসব কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে বলেই স্বাধীনতার পর আমাদের গড় আয়ু যেখানে ছিল ৩৯ বছর; সেটি এখন ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে ৭৩ বছরে উন্নীত হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের অতিরিক্ত মুনাফা লাভের চিন্তা আমাদের চিকিৎসাব্যবস্থা এবং ডাক্তারদের ওপর আস্থাহীনতা তৈরি করছে; যা সাধারণ মানুষকে প্রচণ্ড ভোগাচ্ছে। অনেক সময় শোনা যায়, রোগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই, তবু নিয়ে রেখেছে। রোগী এমনিতেই মৃত্যুবরণ করবে, তবু লাইফ সাপোর্টে দিচ্ছে। এরকম অহরহ ঘটনা শুনতে পাই। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়, মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল ও চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখতে পারে। এ ব্যাপারে সবার সদিচ্ছা প্রয়োজন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh