অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। একই দাবিতে ২১ অক্টোবর ঢাকায় জাতীয় মহাসমাবেশ করবে দলটি।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভায় একথা জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আল্লামা আতাউল্লাহ হাফেজী।
আল্লামা আতাউল্লাহ হাফেজী তার লিখিত বক্তব্যে বলেন, একটি রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু তার জনগণ। জনগণের কল্যাণ, নিরাপত্তা বিধান ও সার্বিক উন্নতিই সার্থক ও কল্যাণ রাষ্ট্রের মূল লক্ষ্য হওয়া উচিত। আর এই লক্ষ্যে, একটি রাষ্ট্রের সরকারের সকল পর্যায়ে জনগণের প্রতি নিবেদন, দায়বদ্ধতা, কল্যাণকামিতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, বর্তমান সরকার ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিভিন্ন কৌশলে রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে সর্বব্যাপী দলীয়করণের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি, এই সংকট থেকে উত্তরণের উপায় হলো সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত জন প্রতিনিধিদের হাতে দেশের শাসনভার তুলে দেওয়া।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন ৬ দফা ও ৪০ দফা দাবি পেশ করছে। এ দাবিগুলো বাস্তবায়নের দাবিতে আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে এবং ২১ অক্টোবর শনিবার ঢাকায় জাতীয় মহাসমাবেশ করবে। সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খেলাফত আন্দোলন বিক্ষোভ সমাবেশ রাজনীতি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh