নাটোরে হত্যা ও বিস্ফোরকসহ ৪টি মামলায় হাজির না হওয়ায় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই আদেশ দেন।
নাটোর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ ও জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি একাধিক মামলার আসামি। তাদের মামলাগুলো আদালতে চলমান। কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা দীর্ঘ দিন ধরেই আদালতে হাজির না হয়ে সময়ের প্রার্থনা করে আসছেন। এজন্য মামলা ধীর গতি হচ্ছে। আজ তাদের দুইজনের হত্যা, বিস্ফোরকসহ ৪টি মামলায় আদালতে হাজিরার নির্ধারিত দিন ধার্য ছিল। কিন্তু তারা আজও আদালতে উপস্থিত না হয়ে অসুস্থতার বিষয় উল্লেখ করে সময়ের প্রার্থনা করেন তার আইনজীবী। এসময় রাষ্ট্র পক্ষের আইনজীবী সেই সময় প্রার্থনার বিরোধিতা করলে আদালতের বিচারক তাদের দুইজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, তার মক্কেল রুহুল কুদ্দুস তালুকদার দুলু দীর্ঘ দিন ধরেই ক্যানসার রোগে আক্রান্ত। দেশে এবং বিদেশে বিভিন্ন সময় চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তার স্ত্রীও হাসপাতালে স্বামীর সেবায় পাশে রয়েছে। আমরা তার চিকিৎসার সকল কাগজ পত্রসহ চিকিৎসকের সার্টিফিকেট আদালতে উপস্থাপন করে সময়ের প্রার্থনা জানাই। কিন্তু বিচারক তা আমলে না নিয়ে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা উচ্চ আদালতে আইনি লড়াই লড়বেন বলেও জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh