বিএনপি ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

আগামী ২০ বছরেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপির এতো লাফালাফি করে লাভ নেই। তাদের দুই শীর্ষ নেতা সন্ত্রাস, অর্থ চুরি, আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এজন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। দুর্নীতিবাজ নেতৃত্বের কারণেই বিএনপি আগামী ২০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।

তারা (বিএনপি) আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

অন্য দেশের সঙ্গে আপোষ প্রসঙ্গ টেনে হানিফ বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। কারো সঙ্গে বিবাদ নেই। তাই আপস করারও দরকার নেই। আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ কখনো ভোট চুরি করে না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ভোট চুরির সূচনা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি ভোট চুরিতে রেকর্ড করেছিলেন।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, খন্দকার ইকবাল মাহমুদ, রাশেদুল ইসলাম বিপ্লবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //