সরকার বেআইনিভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাহী কর্তৃপক্ষ চাইলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। অথচ সম্পূর্ণ বেআইনিভাবে সরকার তাকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে। এর প্রতিকার দরকার।

আজ শনিবার (৭ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিকভাবে ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে এসেছে। এবার এ সরকারকে টেনে নামাবে জনগণ। সেই দিনটার অপেক্ষায় আছি আমরা।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না। যেটার বড় প্রমাণ ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পেয়েছি আমরা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোট হতে হবে। যার বিকল্প এখণ পর্যন্ত নেই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় সরকারের আশীর্বাদপুষ্ট ব্যবসায়ীরা আতঙ্কিত। শেখ হাসিনার চোখেমুখে তা ফুটে ওঠে। উন্মাদ হয়ে গেছেন সবাই। লুটের টাকা এখন কীভাবে রক্ষা করবেন তা নিয়ে মহাচিন্তায় পড়েছেন তারা।

শিক্ষা ব্যবস্থার করুন অবস্থার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষাকে বাঁচাতে হলে সরকারে পরিবর্তন আনতে হবে। এখন টাকা ও দলীয় প্রার্থী ছাড়া শিক্ষক নিয়োগ দেয়া হয় না। এ খাত পঙ্গু করে দেশকে নতজানু করতে চায় তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //