অপপ্রচার না চালিয়ে নির্বাচনে আসুন: বিএনপিকে শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, দেশের এই উন্নয়ন দেখে এখন তাদের জ্বালা ধরেছে। বিএনপিসহ বিভিন্ন বৈধ দলকে আহবান জানাবো আপনারা অপপ্রচার না চালিয়ে নির্বাচনে আসুন, গণতান্ত্রিক পন্থায়, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) মাদারীপুর জেলার সাংবাদিকদের একমাত্র মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা আধুনিক নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মুনির চৌধুরী, মাদারীপুর প্রেসক্লাবের সহসভাপতি ইয়াকুব খান শিশির, জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, মাসুদুর রহমান সরদার, কোষাধ্যক্ষ আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক অজয় কুন্ডু, দপ্তর সম্পাদক আরিফুর রহমান মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক আরিফ হোসেন সদস্য এস এম আরাফাত হাসান, সঞ্চয় কর্মকার অভিজিৎ, আঞ্জুমান জুলিয়া, বোরহান সুলতান, গোলাম আজম ইরাদ প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //