চলমান হামাস-ইসরায়েলের সংঘর্ষ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজার জিসি-কোম্পানিগঞ্জ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মোমেন বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই। আমরা তাদের স্বীকৃতি দেইনি। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব ধাক্কা খাবে। সেই ধাক্কায় কিছু অসুবিধা হতে পারে।
তিনি বলেন, আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি। আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন-ইসরায়েল দুইটি আলাদা রাজ্য না হলে সেখানে শান্তি আসবে না।
উল্লেখ্য, অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরণ মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফিলিস্তিন ইসরায়েল হামাস পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh