জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কর্মসূচি গ্রহণ

জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটি বিকেল ৩টায়, কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করে।

আলোচনা সভায় অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি- জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. অসিত বরণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যামের সদস্য ইমসাইল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

এছাড়াও ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবরের আগে ও পরে ঢাকায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম কমিটির পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ জেলা ও উপজেলা পর্যায়ে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুনর্মিলনী, গণজমায়েত, সমাবেশ, গণমিছিল, মশাল মিছিল, গণসংগীতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে দলীয় সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় জনসভায় যোগদান করবেন।

দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, কঠোর হস্তে বাজার সিন্ডিকেট দমন ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করার দাবিতে সংগ্রামের চেতনায় দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য দলের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //