প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ বক্সে আগুন

রাজধানীর কাকরাইল এলাকায় আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে সড়কে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ওই এলাকায় বিএনপির নেতা-কর্মীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এদিক দিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আসে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা ওই গাড়িটির ওপর হামলা চালায়। পুলিশ বাধা দিতে এলে পুলিশের ওপর হামলা করে তারা।

এসময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবনে ঢুকে যায় কেউ কেউ। দুর্বৃত্তরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে আটটি পিকআপ ও একটি বাস ভাঙচুর করে পরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।

তোপের মুখে সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পিছু হটে পুলিশ। পরে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //