বিএনপিনেতা দুদুকে তুলে নেয়ার অভিযোগ

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার তার বোনের বাসা থেকে তুলে নিয়ে গেছে।

দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খোকন। তিনি জানান, দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। পরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

এরপর থেকে একে একে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে ডিবি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //