এবার জামায়াতেরও ২ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী বুধবার (৮ নভেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে এই অবরোধ চলবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

আজ সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন। 

নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে দলটি এই কর্মসূচি ঘোষণা করেছে। 

এর আগে, বিকেলে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দলও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকে। অবরোধের আওতায় থাকবে সড়ক, রেলপথ ও নৌপথ।

বিবৃতিতে বলা হয়, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। সেই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। জামায়াতও সে সময় হরতাল ডাকে।

এরপর ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে টানা তিনদিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো। জামায়াতও একই কর্মসূচি পালন করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //