বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার আদালত অবমাননার মামলায় গ্রেপ্তার করা হয়েছে হাবিবকে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন টকশোতে সরকারের বিপক্ষে জোরালো বক্তব্য তুলে ধরছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh