টাকা খরচ করে গুজব ছড়াচ্ছে বিএনপি: হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুঃখজনক বিষয় হচ্ছে, গুজব ছড়ানোর জন্য বিএনপি টাকা খরচ করছে। গুজব রটনাকারীদের আমরা চিহ্নিত করেছি। সংশ্লিষ্ট দেশগুলোর অনেক জায়গায় তাদের ব্যাপারে নোটিফাই করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সচিবালয়ে ‘গুজব প্রতিরোধ সেল এবং ফ্যাক্টস চেকিং কমিটির’ সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, একটি মহল নির্বাচনকে সামনে রেখে দেশ ও বিদেশ থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। বিদেশে বসে গুজব ছড়িয়ে আর ধরাছোঁয়ার বাইরে থাকার সুযোগ নেই।

তিনি বলেন, আগের মতো এখন আর গুজব ছড়িয়ে কেউ পার পাবেন না। দেশে যখন কেউ গুজব রটায়, তখন তার বিরুদ্ধে মামলা হয়। মামলা যদি আইসিটি অ্যাক্টে হয়, তখন আবার অনেকে বলে কেন মামলা হলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্যতামূলকভাবে নিবন্ধনের আওতায় আনতে নতুন আইন করার বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এখন তো আইন করার সময় নেই। আগামী পার্লামেন্টে ইনশাআল্লাহ এ বিষয়ে আইন হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //