মনোনয়ন ফরম বিক্রি
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে দুই দিনে ১ হাজার ১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করে ৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা আয় করেছে জাতীয় পার্টি।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথম দিনে (২০ নভেম্বর) ৫৫৭টি মনোনয়ন বিক্রি করে ১ কোটি ৬৭ লাখ ১০ হাজার টাকা এবং দ্বিতীয় দিনে (মঙ্গলবার) ৬২২টি ফরম বিক্রি করে ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার টাকা আয় হয়েছে।
দেলোয়ার জালালী আরও বলেন, মনোনয়ন ফরম বিক্রি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিটি ফরমের দাম ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় নির্বাচন মনোনয়ন ফরম আয়
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh