একটি আসনেও প্রার্থী প্রত্যাহার করবে না জাপা: চুন্নু

জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সিটেও প্রার্থী প্রত্যাহার করবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‌আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হলেও জোট বা মহাজোট হচ্ছে না। তবে আওয়ামী লীগের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য কৌশল নিয়ে আলোচনা চলছে এবং তা নির্বাচন পর্যন্ত চলমান থাকবে। 

ভোটাররা যেন ভোটকেন্দ্রে আসার আস্থা ফিরে পায় এবং ভালো নির্বাচন করতে কী কী দরকার তা নিয়েও আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা হয়নি। তবে দুই দল আবারও বৈঠকে বসবে।

গত তিনটি নির্বাচনের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোট করলেও বিএনপির বর্জনে ২০১৪ সালে জোট না করে আসন সমঝোতা করেছে। এবারও নির্বাচনে আসেনি বিএনপি। এবারও হয়নি মহাজোট।

ভোট থেকে সরে দাঁড়ানোর কোনো আশঙ্কা জাতীয় পার্টির নেই জানিয়ে দলটির মহাসচিব আরও বলেন, আমরা নির্বাচন করতে এসেছি। নির্বাচন থেকে চলে যাওয়ার জন্য আসি নাই। আর যদি বলেন যে চাপ, কৌশল প্রয়োগ, এসব বিষয় প্রত্যেকটা দল তার নিজস্ব প্রয়োজনে যে কোনো টেকনিকে একজন আরেকজনের সঙ্গে কথা বললে প্রত্যেকে নিজস্ব সুবিধাটা পেতে চায়। সেটা তো সবার বেলায়ই ঠিক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //