আ.লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই কর্মসূচি উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে দুপুর ১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলম আরা মিনুসহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশ করেন।

এ সময় মঞ্চে রয়েছেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী অভিনেতা ফেরদৌস আহমেদসহ সংস্কৃতিকর্মীরা, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা।

আজ ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হতে থাকেন। বেলা আড়াইটায় শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ ও সায়েন্সল্যাব দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে ১৯টি শর্তে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৭ ডিসেম্বর) শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এই কর্মসূচি পালনের অনুমতি দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //