৩ দিনের কর্মসূচি ঘোষণা এলডিপির

নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। অসহযোগ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।

আজ সোমবার (১ জানুয়ারি) দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এক বিবৃতিতে এ কথা জানান। 

নির্বাচন বাতিল, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন, বিরোধী দলের নেতাকর্মীদের নামে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, মিথ্যা সাজা বাতিল, গায়েবি মামলা বন্ধ, বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, সমগ্র জাতির পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে এ খেলা বন্ধ করুন। দেশকে দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ ও রক্তারক্তির হাত থেকে রক্ষা করুন।

তিনি বলেন, আপনি নির্বাচন করলেও আপনার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। আপনার এবং আপনার দলের উপর জনগণের কোনো আস্থা নেই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //