নির্বাচন সুষ্ঠু হলে ১৫-২০টা সিট বেশি পেতাম: চুন্নু

নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি আরও ১৫-২০ টা সিট বেশি পেত বলে দাবি করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের বিপক্ষে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নাই, সমানে সমান না হলে প্রতিবাদ করা যায় না।

আজ রবিবার (২১ জানুয়ারি) বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, কোনো আসনই আমরা সরকারের কাছ থেকে নেইনি, তারা তাদের প্রয়োজনে যেখানে যেখানে ইচ্ছা নৌকা প্রত্যাহার করেছে।

তিনি বলেন, সরকার গঠনের সিট আমরা পাইনি, কিন্তু ফলাফল অনুযায়ী আমরা সংসদের বামের আসনে বসবো। উই আর দ্যা অপজিট পার্টি অফ দ্যা পার্লামেন্ট। পার্লামেন্টে আমরা একমাত্র বিরোধীদল। আমরা বিরোধী দল হিসেবে পার্লামেন্টে শক্তিশালী ভূমিকা রাখবো জণগণের পক্ষে।  সরকার জবাবদিহিতার জন্য যা যা করার করবো।

তিনি আরও বলেন, সারাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি এইটা ঠিক না। কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় নৌকার বা স্বতন্ত্র প্রার্থীরা জোর করে ভোট নিছে। শুধু এইবারের নির্বাচন না, দেশ স্বাধীনের পর অনুষ্ঠিত ১২টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ। এইবার নির্বাচন সুষ্ঠু হলে আমরা আরও ১৫-২০ টা সিট বেশি পাইতাম।

নির্বাচন পদ্ধতি পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেন চুন্নু।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //