রওশনপন্থি জাপার কো-চেয়ারম্যান সেন্টুর পদত্যাগ

রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) থেকে পদত্যাগ করেছেন দলের অন্যতম কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম (সেন্টু)। গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দলের রওশনপন্থীদের কাউন্সিলে তাকে কো-চেয়ারম্যান করা হয়।

মাত্র একদিন পর গতকাল সোমবার (১১ মার্চ) বিকেলে রওশন এরশাদের কাছে পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগপত্রে শফিকুল ইসলাম বলেছেন, আমার দ্বারা এত বড় দায়িত্ব পালন করা সম্ভব নয়। কারণ আমার পারিবারিক কাজ এবং স্বাস্থ্যগত সমস্যা, উপরন্তু এলাকার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এমতাবস্থায় উপরিউক্ত বিষয়গুলোর আলোকে কো–চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি।

তবে রওশনপন্থিদের মুখপাত্র সুনীল শুভ রায় জানান, পদত্যাগপত্র রওশন এরশাদ গ্রহণ করেননি।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ছিলেন শফিকুল ইসলাম। জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ৭ জানুয়ারির নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে অংশ নিতে চেয়েছিলেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //