কোনো দেশে এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের কোন দেশে এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই। সবাই চেষ্টা করছে, আমাদের সরকারও সক্রিয়ভাবে কাজ করছে। 

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে বিএনপি চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সাথে বিএনপির সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এছাড়া মজুদ করে যারা পণ্যর দাম বাড়াচ্ছে এবং তাদের সাথে বিএনপি উসকানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি দেশে বিদেশে নানা অপচেষ্টা করেও সরকার হটাতে ব্যর্থ। আন্দোলনে পারেনি, নির্বাচনে তারা গণতান্ত্রিক রিতি নীতির বাইরে গিয়ে বিরোধিতা করেছে। সব কিছুতে তাদের ব্যর্থতা। বিএনপির বিলম্বিত আচরণের জন্য খালেদা জিয়াও ভুক্তভোগী। চেক-আপ তো ঘরে বসে হবে না, হাসপাতালেই করতে হবে। তবে চেকআপের সাথে বিদেশে যাওয়ার কি সম্পর্ক এটাই আমি বুঝতে পারি না। শেখ হাসিনার উদারতার কারণে বাসায় চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া।

কাদের বলেন, যুক্তরাষ্ট্রসহ উন্নত-অনুন্নত সবদেশে সংকট চলছে। বাংলাদেশে তার ছোঁয়া লাগবে না, বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে এমনটি তো নয়। সাধারণ নিম্মমানের খেজুর বাজারে আছে, সেটাতো সত্য। সরকার তো ভালো মান বলে তা চালাতে পারে না।

ড. ইউনুস প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ড. ইউনুস আমেরিকার কে? তিনি বাংলাদেশের মানুষ, দেশের আইন নিজ গতিতে চলবে। এখানে যুক্তরাষ্ট্রের বলার কি আছে?



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //