এই বাজেটে রিকশাচালক, ভিক্ষুকদেরও কর দিতে হবে: জিএম কাদের

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় মন্তব্য করে সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই বাজেটের পরে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, বাজেট হয়েছে গতানুগতিক। চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিশেষ কিছু নেই এবারের বাজেটে। মূল্যস্ফীতির গতি রোধ করে দ্রব্যমূল্য কমানোর পদক্ষেপ নেই। 

তিনি আরও বলেন, পরোক্ষ করে বোঝা বাড়বে। জনগণের মুক্তির উপায় নেই। পরিবেশের অভাবে বিদেশি বিনিয়োগ বাড়বে না, চাকরির সুযোগ সৃষ্টি হবে না।

সংসদ অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে জি এম কাদের বলেন, বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বেশি। রিজার্ভ প্রতিদিন কমছে। এ থেকে উত্তরণের উদ্যোগ নেই বাজেটে। ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটে পরিচালন ব্যয়ই ৫ লাখ ৬ হাজার কোটি টাকা। রাজস্ব আয় দেখানো হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা। ৬২ শতাংশ প্রত্যক্ষ কর, বাকিটা পরোক্ষ। এতে সাধারণ মানুষের ওপর করের বোঝা বাড়িয়ে দেওয়া হয়েছে। রিকশাচালক, ভিক্ষুকদেরও কর দিতে হবে। গরীব বাঁচানোর কোনো চোখে পড়ছে না। 

এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, বিরোধীদলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাতীয় পার্টির সংসদ সদস্যরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //