চলমান কোটা সংস্কার আন্দোলনে হেফাজতে ইসলামীর যোগ দেওয়ার সংবাদ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি পুরোপুরি মিথ্যা। তিনি কোনো কর্মসূচি ঘোষণা করেননি। এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি। হাটহাজারিতে মাদরাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোনো সম্পৃক্ততা নেই।
বিষয়টি নিশ্চিত করে মাওলানা মীর ইদ্রিস নদভী ফেসবুকে পোস্টও দিয়েছেন। সেখানে তিনি প্রশ্ন রাখেন, কীভাবে ওই সংবাদ মাদ্যমটি সংবাদটি প্রচার করল?
তিনি বলেন, গুজব প্রচার করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চায় তারা। পাঠকদের তাই এসব গুজব প্রচারকারীদের বর্জন করা উচিত।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার (১৭ জুলাই) গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বলা হয়, এদিন রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh