অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন, তা নিয়ে খুব চাপাচাপিতে যাবে না বিএনপি। আর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। দলটি চাচ্ছে, রাষ্ট্র পরিচালনায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা দ্রুত পূরণ হোক।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় বলে দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর যে অস্থিরতা চলছে, সেটি নিরসনে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং উপদেষ্টাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া জরুরি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আজকের এই পরিবর্তন ছাত্রদের রক্তঝরা আন্দোলনের ফসল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ছাত্রদের চাওয়ার সঙ্গে থাকাটাই উত্তম।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া চলছে, সেটিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘস্থায়ী হলে তা নিয়ে তখন আপত্তি তুলতে পারে দলটি। সংবিধানের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। এখন কোটা সংস্কার আন্দোলনের নেতাদের মতামতের সঙ্গে বিএনপি ভিন্নমত পোষণ করবে না।
গতকাল গুলশানের কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ ভেঙে দিয়ে স্বল্পতম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের রাষ্ট্রক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি অতি দ্রুত পূরণ হওয়া দরকার। কারণ, পুরো দেশ এখন অরক্ষিত। এ কারণে আইনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ‘এত দিন পুলিশ গুম, খুন, চাঁদাবাজি, গ্রেপ্তার বাণিজ্যের কারণে নৈতিক অবস্থান হারিয়ে এখন নিজেদের গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে এই অনিশ্চিত পরিস্থিতির পরিবর্তন আসবে।’
জানা গেছে, বিএনপি রাষ্ট্রযন্ত্রকে চাপে রাখতে মাঠের কর্মসূচি শুরু করবে। আজ বুধবার বেলা দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চু৵য়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh