শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে: দুলু

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে।

আজ রবিবার (১১ অগাস্ট) বিকাল ৪টার দিকে নাটোরের নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

এসময় কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের গুলি করে হত্যার জন্য আওয়ামী লীগ দল নিষিদ্ধ করার দাবি করেন তিনি।

তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ গত সাড়ে ১৭ বছরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের নেতাকর্মীরা নাটোরসহ সারা দেশে যত হত্যা খুন-ধর্ষণ রাহাজানি করেছে সবগুলো তদন্ত করে সকল অপরাধীর বিচার করতে হবে। একই সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অবিলম্বে তিনি আটক সকল নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

দুলু আরো বলেন, নাটোরের মাটিতে তার আমলে কোন সন্ত্রাস চাঁদাবাজি হয়নি এখনো তিনি নলডাঙ্গার মাটিতে কোন হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, দুলুর সহধর্মীনি জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল হোসেন, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ও বিএনপির নেতা মো. সাইদুর রহমান বিউটল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মহাসিন আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাছ আলী নান্ন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh