সিএমএইচে নেওয়া হলো সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে

রাজধানীর সচিবালয়ে আনসার-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

আজ সোমবার (২৬ আগস্ট) দুপুর সোয়া তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে এ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গতকাল সচিবালয়ে আনসারদের সাথে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।’

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান আরো জানান, সচিবালয়ে আনসার ও ছাত্র সংঘর্ষে আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য থেকে পাঁচজনকে ভর্তি দেওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে প্রায় দুই হাজার ব্যক্তি চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্য থেকে ৮০০ জনকে ভর্তি দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে ১০০ জন গুলিবিদ্ধ আহতসহ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আইসিইউতে ৯ জন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন আমাদের তরফ থেকে তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করা হয়েছে। অনেক ঔষধ সরকারিভাবে সাপ্লাই হয় না। সেগুলোও আমরা তাদেরকে দিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। ঢামেক হাসপাতালে আহতরা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পায় সেজন্য তাদের ডেডিকেটেড আলাদা ওয়ার্ড করা হয়েছে।’

ঢামেক পরিচালক আসাদুজ্জামান সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা হাসপাতালের ভিতরে অযথা ভিড় করবেন না এবং রোগীদের সাথে একজন অ্যাটেনডেন্ট থাকবেন। কেননা আহতরা বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //