বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নাই।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রংপুর বিভাগের জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ধারাবাহিক মতবিনিময়ের প্রথম দিনে রংপুর বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় জনগণের সঙ্গে সম্পর্কোন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বিএনপি তারেক রহমান রাজনীতি রংপুর
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh