নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর) তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভুঁইয়া।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় পাঁচটি মামলার আসামির তালিকায় নাম রয়েছে মঞ্জুর।
নব্বইয়ের দশকে এরশাদ সরকারের মন্ত্রী মঞ্জু ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ঐকমত্যের সরকারেও মন্ত্রী ছিলেন। সে সময় তিনি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব। পরে তিনি দল ভেঙে আলাদা সংগঠন শুরু করেন, যা এখন জাতীয় পার্টি (মঞ্জু) হিসাবে পরিচিত।
২০১৪ সালের ১২ জানুয়ারি আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে মঞ্জুকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দপ্তর পাল্টে মঞ্জুকে তিনি দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য হলেও সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে হেরে যান মঞ্জু। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক।
আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত ইত্তেফাকের সম্পাদক ছিলেন। বর্তমানে আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেন ইত্তেফাকের সম্পাদক। এই দম্পতির মেয়ে তারিন হোসেন ইত্তেফাকের বর্তমান প্রকাশক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh