যে কারণে বাতিল হলো বিএনপির ২ জেলা কমিটি

বিএনপির মাগুরা জেলা আহ্বায়ক কমিটি ও কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি দু’টি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরা জেলা আহ্বায়ক কমিটি ও কুষ্টিয়া জেলা নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাতিল করা হয়েছে। শিগগিরই জেলা দুটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও এতে জানানো হয়।

জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৯ সালের ২৬ আগস্ট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিএনপি নেতা আলী আহমেদ এ কমিটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটির মেয়াদ ছিল ৯০ দিন।

জানতে চাইলে মাগুরা জেলা বিএনপির সদ্য সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর বলেন, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি দলের ভালোর জন্যই নেওয়া হয়েছে বলে মনে করি। বর্তমান কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই পেরিয়ে গেছে।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মাগুরা জেলা কমিটির সদ্য সাবেক সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, দল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি আমাদের মেনে নিতে হবে।

এদিকে মাগুরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা কমিটির আওতায় ছয়টি ইউনিট কমিটি রয়েছে। সদ্য বিলুপ্ত কমিটি এর মধ্যে কেবল মোহাম্মদপুর, শালিখা ও দক্ষিণ মাগুরা ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করতে পেরেছিল। সদর উপজেলা, পৌরসভা ও শ্রীপুর উপজেলা বিএনপির কোনো কমিটি গঠন করতে পারেনি তারা।

এর আগে গত ২১ আগস্ট মাগুরা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।

অন্যদিকে কুষ্টিয়া জেলা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, নতুন পরিস্থিতিতে নতুন করে আবারও সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠন করা হবে। ততদিন কেন্দ্রে থেকে যে নির্দেশ আসবে তা জেলা বিএনপির সকল নেতাকর্মী পালন করবেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh