নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম
অন্তর্বর্তী সরকারকে দুর্বল সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।
গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর শহরের শিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে গণহত্যার বিচারের দাবিতে ও নৈরাজ্যবাদ প্রতিরোধে গণ সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিতে চান না। এই সরকার একটি দুর্বল সরকার এবং সম্মিলিত সবার ফসল। আমরা চাই না আবার ফ্যাসিবাদ কোনোভাবে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে দিক। তাই শেষ মুহূর্ত পর্যন্ত খেলাফত মজলিস ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য ধারণকে যদি দুর্বলতা ভাবা হয় তাহলে সরকারের বোকামি হবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কমিশন গঠন করে এ দেশে সমকামিতা আমদানি করার পাঁয়তারা করা হচ্ছে। সমকামিতা এনজিওদের এজেন্ডা বাংলাদেশের এজেন্ডা হতে পারে না। কুরআন সুন্নাহবিরোধী যেগুলো আইন গত সরকার করেছে সেগুলোকে সংশোধন করতে হবে। সেখানে আলেম ওলামাদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের জামালপুর জেলা শাখার আহ্বায়ক হাফেজ মওলানা মুহাম্মদ আলী খানের সভাপত্বিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফল মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা জালালুদ্দীন, মওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মওলানা আবুল হাসানাত জালালীসহ দলীয় নেতারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh