নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এই প্রতাবশালী স্বৈরাচারী সরকার পতনের মূল কারিগর ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর এই সংগঠনের লিয়াজোঁ কমিটির সদস্য মাহফুজ আলমকে বিশ্বমঞ্চে গণঅভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এদিকে দেশ গড়ার বদলে বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ আওয়ামী লীগের জায়গায় দখলদারি শুরু করেছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার অভিযোগও আসছে। বিএনপি নেতাদের আন্দোলন-সংগ্রামের সঙ্গী গণঅধিকার পরিষদের নুরুল হক নূর সম্প্রতি একাধিক বক্তব্যে বিষয়টি সামনে এনেছেন। এ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা হচ্ছে, বিএনপির কেউ যদি চাঁদাবাজিতে যায়, প্রতিশোধ স্পৃহা নিয়ে কাউকে আঘাত করতে যায়- তাহলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এমন ঘটনায় ব্যবস্থা নেওয়াও হয়েছে, মামলাও করা হয়েছে- দাবি করেন অ্যানি।
সম্প্রতি প্রধান উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা নাহিদকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী লীগ আমলে নিজের প্রভাব-বলয় বাড়াতে কেউ কেউ এমন মামলা করতেন। এক্ষেত্রে পরিস্থিতি একই রকম থেকে যাচ্ছে কি-না শঙ্কার কথা বলেন, উপস্থাপক খালেদ। তবে আশঙ্কা উড়িয়ে দিয়ে মো. নাহিদ ইসলাম বলেন, যিনি মামলা করেছেন, তাকে চিনিও না। আইন উপদেষ্টার সঙ্গে যোগ করেছি, এই মামলায় যেন অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয়, সেটি দেখতে অনুরোধ করেছি। সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা সংশোধন করব। আমি এ মামলার বিরোধিতা করি।
বর্তমান অনুকূল সময় হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন না কেন, জানতে চাইলে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিনি সেখান থেকেই মামলা মোকাবিলা করছেন। আইনি প্রক্রিয়ায় এগুলো সমাধান হলেই ফিরে দেশের জন্য নিজের ভূমিকা রাখবেন তারেক রহমান- বলছেন সাবেক ছাত্রদল সভাপতি অ্যানি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ছাত্র আন্দোলন মাস্টারমাইন্ড নাহিদ ইসলাম
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh