নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
দেশের পণ্যবাজারসহ সব জায়গায় ফ্যাসিবাদের প্রভাব দেখার অভিযোগ তুলেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
দলটি বলছে, ‘গণভবনে থাকা ফ্যাসিবাদী দৈত্য নেই, তারা পালিয়ে গেছে। কিন্তু বাজারসহ সর্বত্র পলাতক ফ্যাসিবাদের প্রভাব বিদ্যমান।’
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও সিন্ডিকেট বাণিজ্য রোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এবি পার্টির নেতারা।
তারা বলেন, ‘জনসাধারণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার দিকে সরকারকে নজর দিতে হবে। আমরা প্রতি বছরই দেখছি দ্রব্যমূল্য নিয়ে কারসাজি শুরু হয়। মিডিয়ায় নানা আলোচনা চলে। তবে এর সমাধানে সরকারের স্বল্প বা দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা চোখে পড়ে না। পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকার এই বাজার সিন্ডিকেট বাণিজ্যকে পারিবারিক বাণিজ্যে পরিণত করেছে। এর ফল জনগণ এখনও ভোগ করছে।’
পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘দেশের জনগণ, রাজনৈতিক দলসমূহ, ছাত্র-জনতা সবাই এই সরকারকে ব্ল্যাংক চেক দিয়েছে যেন তারা নিরাপদে জীবনযাপন করতে পারে। খাবার কিনতে ঋণ করতে না হয়। চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরতে না হয়। আমরা সরকারের উপদেষ্টাদের বলব, দয়া করে জনগণের কষ্ট বুঝে সেভাবে ব্যবস্থা নেবেন।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ অনেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ফ্যাসিবাদ দ্রব্যমূল্য সিন্ডিকেট
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh