বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিতের আলটিমেটাম থেকে সরে এসেছে জাতীয় পার্টি।
গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান।
তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রংপুরে আসার দিনে যেহেতু পুলিশ মহাপরিদর্শক আসছেন সে কারণে আপাত এই আলটিমেটাম থেকে আমরা সরে এসেছি। রংপুরে হাসনাত ও সারজিসের কোনো অনুষ্ঠানে বাধা দেয়া হবে না। আইজিপির অনুষ্ঠানের দিনে রংপুরে কোন বিশৃঙ্খলা করতে চাই না।
এর আগে আওয়ামী লীগের দোসর অভিযোগ তুলে জাতীয় পার্টিকে রাজনৈতিক সংলাপে বসার বিরোধিতা করায় ১৪ অক্টোবর হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত করে দলটি। এর দশদিন পরই রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মতবিনিময় সভার তারিখ ঠিক করা হয়। এরপরই সিদ্ধান্ত থেকে সরে আসে জাতীয় পার্টি।
আজ রংপুরে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি জাতীয় পার্টিরও বিক্ষোভ সমাবেশ রয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh