বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির সামনে সুদিনের আভাস দেখা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে দল ক্ষমতায় ফিরবে। এ অবস্থায় অতি আত্মবশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন না।
আজ বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো, তবে জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে নিজেদের বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন। কেউ অতীত নিয়ে পড়ে থাকলে তারর এক চোখ অন্ধ। তাই নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে। তবে এ সরকারকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা বসে আছেন। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে। একদিন পরে এই সরকারের মেয়াদ তিন মাস পূর্ণ হবে। এই তিন মাসে তাদের সফলতা নিয়ে আলোচনার যথেষ্ট সময় নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপত্বিতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুর মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তারেক রহমান বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় বিপ্লব সংহতি দিবস বিএনপি আয়োজিত আলোচনা সভা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh