আ.লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না: সারজিস

নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ কোথাও মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম। 

তিনি বলেছেন, ‘নিজেদের মধ্যে ছোটখাটো বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকলে এ রকম খুনি সংগঠন শুধু গুলিস্তান নয়, বাংলাদেশের কোনো জায়গায় মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

আজ রবিবার (১০ নভেম্বর) গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত গণজমায়াতে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় দুই হাজার মানুষকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করা হয়েছে। দুই লাখ মানুষকে রক্তাক্ত করা হয়েছে। এর বিচার হওয়া উচিত কি না? এই শেখ হাসিনা প্রত্যেকটি হত্যাকাণ্ডের হুকুমদাতা, তার বিচার হওয়া উচিত কি না?

তিনি বলেন, ‘আমাদের বীর যোদ্ধা যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত হয়েছেন, হাত-পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, এমনকি এখনও স্বৈরাচারের যেকোনো দোসরের অত্যাচারে জীবন দিতে প্রস্তুত সেইসব আহত যোদ্ধার প্রতি অনুরোধ করতে চাই-আমরা যখন হাসপাতালে তাদের দেখতে গিয়েছি, তাদের রক্তাক্ত স্মৃতিগুলো এখনও রয়েছে। আমরা তাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, আমরা খুব দ্রুতই অনেক কিছু ভুলে যাই। বিগত ১৬ বছর কি হয়েছে এবং শেষ ৩৬ দিনে কি হয়েছে তা শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না।’

সারজিস বলেন, ‘এই ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আপনারা যদি মনে করেন কোনো কারণে এই ঘটনাগুলো ছড়িয়ে দিতে পারছেন না, তাহলে আপনাদের ঘটনাটি লিখুন এবং আপনাদের ছবিগুলো আমাদের পাঠান। আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো পুরো পৃথিবীর কাছে জানাতে চাই।’

এদিকে গুলিস্তানে সমাবেশের ঘোষণা দিয়েও মাঠে আসেনি আওয়ামী লীগ। তবে সমাবেশ স্থল থেকে ছাত্রলীগ সন্দেহে তিনজনকে পিটুনি দিয়েছে আওয়ামীলীগ বিরোধীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh