সতর্ক থাকতে হবে, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু লোক চেষ্টা করছে। ফ্যাসিবাদের প্রধান ভারতে অবস্থান করছেন। ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এটা বলতে কোন দিদা নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

আজ বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। আমরা বিভক্তি নয় ঐক্যবদ্ধ থাকতে চাই। মতাদর্শ ভিন্ন থাকতে পারে সেটা আলাদা কথা। আমরা ঐক্য রাখতে চেষ্টা করেছি। 

ফখরুল বলেন, জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না। ১৭ বছরে যে ঝঞ্ঝা তৈরি হয়েছে সেটা সরাতে একটু সময় লাগবে। এজন্য একটু সময় দিতে হবে। বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের প্রতিটি সেক্টরে হাত দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না। নির্বাচিত সরকার আসলে তারা এই সংস্কার করবে।

তিনি বলেন, এত বড় একটি অভ্যুত্থানের পরে আমরা যদি ধৈর্য না ধরি তাহলে চলবে না। জনগণ এখন সুষ্ঠু নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য সংস্কার করার দরকার বলে মনে করি।

মির্জা ফখরুল বলেন, আমি বাসায় এসেই খবর নিয়েছি এখানে আলুর দাম কত, সবজির, চালের দাম কত। আমাদের বাসার দিদি বললেন, আগে চালের দাম ছিল ৬০ টাকা এখন চালের দাম ৭০ টাকা। এটা সাধারণ মানুষের জন্য কষ্টকর। সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার। দ্রব্যমূল্যের দাম কমিয়ে নিয়ে আসার জন্য সরকারের যা যা করনিয় সেটা করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদল সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সদর থানা সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh